২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৩

নারী ক্রিকেটারদের জন্য গাড়িও পাঠায় নি পিসিবি!

আন্তর্জাতিক ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর পাকিস্তান ক্রিকেট দল এখন দেশে বীরের মর্যাদাই পাচ্ছে। এখনো তাদের নিয়ে উৎসব শেষ হয়নি। তবে যে ইংল্যান্ড থেকে শিরোপা নিয়ে ফিরেছে পাকিস্তান পুরুষ ক্রিকেট দল, সেই ইংল্যান্ডেই আবার হতাশ করেছে দেশটির নারী ক্রিকেট দল। নারী বিশ্বকাপে সাত ম্যাচের সাতটিতেই হেরে লজ্জা নিয়ে দেশে ফিরেছে। কিন্তু লজ্জাজনক পারফরম্যান্স হোক আর যাই, দেশে ফিরে চরম অপমানের শিকারই হতে হলো দেশটির নারী ক্রিকেটারদের। পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) পক্ষ থেকে বিমানবন্দরে তাদের জন্য পরিবহনেরও ব্যবস্থা করা হয়নি।

সোমবার সকালে পাকিস্তান নারী ক্রিকেট দল ইংল্যান্ড থেকে দেশে ফিরে। কিন্তু তাদের স্বাগত জানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিমানবন্দরে কেউ উপস্থিত ছিলেন না। কোন রকম পরিবহনেরও ব্যবস্থা করা হয়নি। এবং কি নাসরা সান্ধু বাবার মটর সাইকেলে করে বাড়ি ফিরেছেন। যা সামাজিত যোগাযোগ মাধ্যমে ভাইরা হয়ে ছড়িয়ে পড়েছে। সমালোচনা চলছে পিসিবিকে নিয়ে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের সাত ম্যাচের সাতটিতেই হেরেছে পাকিস্তান। এমন ফলের কারনে কিনা নিজ দেশের অভিভাবক সংস্থার কাছে অপমানিত হতে হলো ক্রিকেটারদের। অধিকাংশ ক্রিকেটারই নিজেরা পারিবহন যোগাড় করে বাড়ি ফিরেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে নারী ক্রিকেটারদের ব্যর্থতার কারণে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান নাকি বেজায় চটেছেন।  সানা মিরকে অধিনায়ক পদ থেকে সরানো হতে পারে এমনও শোনা যাচ্ছে। কোচ শাবিহ আহজারও বহিঃস্কার হতে পারেন বলে জানা যাচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১২:৪৪ অপরাহ্ণ