২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

প্রথম হজ ফ্লাইটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

সরকারিভাবে প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের সার্বিক প্রস্তুতির কাজ শেষ হয়েছে। প্রথম ফ্লাইটের ৪১৬ হজযাত্রীর পাসপোর্ট, ভিসা পরিচয়পত্র ও ল্যান্ডিং কার্ড হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) ও পরিচালক বজলুল হক বিশ্বাস। বুধবার সকালে হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথম ফ্লাইটের হজ যাত্রীদের সকল কাগজপত্র আমরা হাতে পেয়েছি। আমরা হজ ক্যাম্পের কাউন্টার থেকে হজযাত্রীদের হাতে হাতে সব কিছু বুঝিয়ে দেব। আগামী ২১ জুলাই থেকে হজযাত্রীরা যখন ক্যাম্পে এসে রিপোর্ট করবেন, তখন থেকে তারা একে একে কাগজপত্র বুঝে পাবেন।’

হজ অফিসের পরিচালক আরো বলেন, আগামী ২৪ জুলাই সরকারি ব্যবস্থাপনাধীন ৪১৯ জন হজযাত্রী নিয়ে (বিজি ১০১১) ফ্লাইটটি সকাল ৮টায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এর আগে আগামী ২২ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম-২০১৭ এর শুভ উদ্বোধন করবেন।

তিনি জানান, এ বছর সরাসরি মদিনাতে হজ ফ্লাইট যাবে। শতকরা ৩০ ভাগ যাত্রী পরিবহনের কথা থাকলেও বিভিন্ন এজেন্সির যাত্রীদের চাহিদার ওপর যাত্রী সংখ্যা নির্ধারিত হবে। তবে এ পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দুটি করে মোট ৪টি ফ্লাইট মদিনাতে যাওয়ার জন্য চূড়ান্ত হয়েছে।

এদিকে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজ-২০১৭ অনুযায়ী এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। মোট যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি) অর্ধেক আর সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ