২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

মাছ রপ্তানিতে অসদুপায় অবলম্বন না করতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে মাছ রপ্তানির সময় অসদুপায় অবলম্বন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এসময় মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি বিদেশে চিংড়ি রপ্তানি বন্ধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার জন্য চিংড়ির ভেতর লোহা ঢুকিয়ে দেয়ায় চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যায়। এজন্য বিদেশে মাছ রপ্তানির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমন কোনো অসদুপায় অবলম্বন করা যাবে না যাতে বিদেশে দেশের দুর্নাম হয়।
তিনি বলেন, সেসময় মাছ প্রক্রিয়াজাতকরণের জায়গাগুলোও ছিল খুব অস্বাস্থ্যকর। আমরা তখন তাদেরকে ৪০ কোটি টাকা দেয়। এভাবে বিদেশে মাছ রপ্তানি ধরে রেখেছি। দেশে অসংখ্য জলাভূমি আছে। এর সঠিক ব্যবহার করলে কখনও মাছের অভাব হবে না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ