আন্তর্জাতিক ডেস্ক:
দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ইস্যুতে বলতে না দেওয়ার অভিযোগে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। মঙ্গলবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিন দেশটির আলোচিত এ নেত্রী পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে রাজসভা ওয়াকআউট করেছিলেন। কংগ্রেসসহ বিরোধী শিবিরের বড় একটা অংশ তাকে সমর্থন দিয়ে রাজ্যসভা ত্যাগ করে। এ দিন সন্ধ্যায় মায়াবতী পদত্যাগের ঘোষণা দেন।
রাজ্যসভার অধিবেশনে দলিত, সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক নানা হামলার প্রসঙ্গ তুলতে যান মায়াবতী। সেই সাথে গত মে মাসে বি আর অম্বেডকরের জন্মবার্ষিকী উদযাপনের সময় উত্তরপ্রদেশের সাহারানপুরে দলিতদের ওপর আক্রমণের ইস্যুতেও মুখ খুলতে চান তিনি। বিজিপি ক্ষমতায় আসার পর থেকে দলিতদের ওপর নির্যাতন ও আক্রমণ বেড়েছে বলে উল্লেখ করেন তার বক্তৃতায়।
তবে মায়াবতীর জন্য বরাদ্দ ৩ মিনিটের মধ্যে তাকে বক্তব্য শেষ করতে বলা হয়। তখন ক্ষুব্ধ হয়ে মায়াবতী বলেন, ‘আমাকে এখনই বলতে না দেওয়া হলে ইস্তফা দেব, এখনই। নিজের ‘সমাজ’ নিয়ে তিনি কথা বলতে চান, কী করে তাঁকে বাধা দেন রাজ্যসভার চেয়ারপার্সন পি জে ক্যুরিয়েন।’
এ ছাড়া মায়াবতী আরও বলেন, ‘দলিতের ওপর অত্যাচারের ব্যাপারে আমার বক্তব্য বলার সুযোগ না পেলে এই সভায় থাকার কোনও নৈতিক অধিকার নেই আমার।’
এ সময় বক্তব্য দানে রাজ্যসভার নিয়ম অনুসরণ করেননি মায়াবতী, এ দাবি করেন রাজ্যসভার চেয়ারপার্সন পি জে ক্যুরিয়েন। কিন্তু নিজের অবস্থানে অটল থেকে সভাকক্ষ ত্যাগ করেন মায়াবতী। তাকে সমর্থন দিয়ে বাম ও কংগ্রেস এমপিরাসহ বিরোধী পক্ষের অনেকেই বেরিয়ে যান এ সময়।
বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ দাবি করেন, ‘বিরোধী শিবিরের কণ্ঠরোধ করা হচ্ছে, দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বৈষম্য নিয়ে আলোচনা হতে দেওয়া হচ্ছে না। আমরা কৃষক, দলিত, সংখ্যালঘুদের ব্যাপারে নোটিস দিয়েছি। কিন্তু সরকার আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে। বিরোধীদের অবহেলিত মানুষের কথা বলার সুযোগ দিতে হবে। বিজেপি কি মনে করে, গরিব ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করার জনাদেশ পেয়েছে?’
যদিও মায়াবতী রাজ্যসভা চেয়ারপার্সনের পদকে অপমান করেছেন, তাঁকে এজন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি ।
এ দিন সন্ধ্যায় মায়াবতী উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে এখনো তার পদত্যাগপত্র নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে। সূত্র: বিবিসি, এবিপি আনন্দ
দৈনিক দেশজনতা /এমএইচ