১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

তীব্র স্রোতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত এক সপ্তাহ ধরে স্রোতের কারণে ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে নয়টি ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা নদীতে স্রোতের কারণে এই রুটে চলাচলকারী ফেরিগুলোকে অনেক বেশি সময় নিয়ে পারাপার হতে হয়। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী। 

খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক মিরাজ হোসেন জানান, পণ্যবাহী ট্রাক পারাপার না হওয়ায় ঘাট এলাকায় ট্রাকের মধ্যে পঁচে নষ্ট হচ্ছে কাঁচামাল। এতে লাখ লাখ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার মো. সালাম হোসেন জানান, ‘আমরা চেষ্টা করছি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রাকগুলোকে দ্রুত পারাপার করার জন্য। এখানে বড় একটি সমস্যা হলো- আগে একটি ফেরি প্রতিদিন ৮-১০ বার চলাচল করতে পারলেও এখন ৩-৪ বার চলাচল করছে। এর অন্যতম কারণ হচ্ছে স্রোতের জন্য বেশি সময় লাগছে। তাই ট্রিপের সংখ্যা কমে যাচ্ছে। এছাড়া স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া ডাম্ব ফেরিগুলোকে ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ