বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
স্তন্যপানরত নারী, দাড়িশোভিত পুরুষ, ধ্যানগ্রস্থ ব্যক্তি শেষে এবার হিজাব পরিহিত ইমোজি যোগ করলো অ্যাপল। বিশ্ব ইমোজি দিবস উপলক্ষে নতুন এই ইমোজিটি যোগ করা হয়েছে। খবর আল জাজিরার। সোমবার বিশ্ব ইমোজি দিবস উপলক্ষে ১২টি নতুন ইমোজি উন্মোচন করা হয়। এর মধ্যে রয়েছে হিজাবের ইমোজিটি। এ বছরের শেষের দিকে এটি অ্যাপল ডিভাইসের সাথে সংযুক্ত করা হবে বলে জানায় টেক জায়ান্ট এ প্রতিষ্ঠানটি। মাথায় স্কার্ফ পরিহিত এই ইমোজিটি যোগ করেছে ইউনিকোড। গত বছরের নভেম্বরে এটি যোগ করেছিল বিশ্বের অলাভজনক এই কনসোর্টিয়ামটি। হিজাবের ইমোজির পক্ষে প্রচারণা চালিয়েছিল এক সৌদি তরুণী। ২০১৬ এর সেপ্টেম্বরে ১৫ বছর বয়সী রায়োফ আলহুমেদি ইউনিকোডের কাছে অভিযোগ করেছিলেন তাকে প্রতিনিধিত্ব করে এমন কোনো ইমোজি নেই।
হিজাব ইমোজি প্রজেক্ট শিরোনামে অনলাইনে প্রচারণার ফলে হিজাবী ইমোজির পক্ষে শক্ত জনমত গড়ে উঠে। অনেক খ্রিস্টান ও ইহুদি নারীও তাদের মাথার স্কার্ফের সাথে এর মিল খুঁজে পায়। তবে ইমোজির তালিকায় হিজাব যোগ করাতে অ্যাপলের কড়া সমালোচনা করেছে অনেক অনলাইন ব্যবহারকারী। টুইটারে অনেকেই এটাকে ‘শরীয়া আইন’কে সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে।
দৈনিকদেশজনতা/এন এইচ