স্পোর্টস ডেস্ক:
অনেকের মতেই টি-টুয়েন্টি ক্রিকেটের যুগে টেস্ট ক্রিকেটটা হুমকির মুখে পড়ে আছে। একেবারে উড়িয়ে দেওয়ার মতো কথা নয় এটা। টি-টুয়েন্টির বাজারে যখন টেস্টের জনপ্রিয়তা কমতির দিকে, ঠিক তখন রোমাঞ্চকর একটি টেস্টের সাক্ষী হলো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একমাত্র টেস্টটি মঙ্গলবার শেষদিনে ইতিহাস গড়ে ৪ উইকেটে জিতলো শ্রীলঙ্কা। যে ম্যাচের পরতে পরতে মিশে থাকলো নাটকীয় সব কারবার। ৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে ১৭০ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। নিজেদের মাঠে চতুর্থ ইনিংসে এতো বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড কখনো ছিল না শ্রীলঙ্কার। তারপরও চতুর্থ দিনশেষে ম্যাচে ভালোভাবেই ছিল তারা। তারপরও পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়ের ছিল অঘটন ঘটিয়ে দেওয়ার সুযোগ। যারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়েছে স্বাগতিকদের। কিন্তু রং বদলের ম্যাচটিকে শেষবার রাঙালো শ্রীলঙ্কাই। গড়লো ইতিহাস। শ্রীলঙ্কার মাটিতে এমনকি এশিয়াতেও চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে আগে জেতেনি কেউ।
দৈনিকদেশজনতা/ আই সি