২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার সকাল থেকে দফায় দফায় ক্যাম্পাসে দুই গ্রপের ধাওয়া-পাল্টাধাওয়া ও বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুরের অপরাধে তাদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনজন সহ-সভাপতি যথাক্রমে ইয়াসির আরাফাত, মাহমুদ চৌধুরী আসিফ, আব্দল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ কামাল তুহিন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য বল হয় ওই বিজ্ঞপ্তিতে।

এ প্রসঙ্গে সাময়িক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল তথ্য দিয়ে আমাকে বহিষ্কার করানো হয়েছে। আশা করি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।’

এদিকে বহিষ্কৃত সহ-সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘ঘটনার জন্য প্রকৃতই যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে শ্রদ্ধা জানিয়ে বলছি, সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রকৃত ঘটনা তুলে ধরব। আশা করি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নোটিশের জবাব পেলে আমাদের বিষয়টি বিবেচনা করবেন।’

এ বিষয়ে জানতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সাধারণ সম্পাদক ওয়ালী উল্লার মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সম্পাদক ওয়ালী উল্লাহ গ্রুপের সঙ্গে সহ-সভাপতি ইয়াসির আরাফাত গ্রুপের ক্যম্পাসে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ হয়। এ সময় ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা এদিক ওদিক ছোটাছুটি করে নিরাপদে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাস থমথমে পরিবেশ বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইট পাটকেল নিক্ষেপের সময় বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ