১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

বিএনপি নেতা ফারুকের মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক:

নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এএনএম বসির উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর।

২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় এসব মামলা দায়ের করা হয়। মামলার জামিন আবেদনের শুনানি শেষে আদালত ফারুকের জামিন মঞ্জুরের আদেশ দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ