নিজস্ব প্রতিবেদক:
দেশের ১২ জেলার বন্যার প্রভাব পড়েছে কাঁচাবাজারে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। বন্যার কারণে বেগুন, পেঁপে, পটল, চিচিঙ্গা, কচুরলতি, লাউ, কাঁচকলা, করল্লা, পুঁইশাক, ডাটা শাকসহ বিভিন্ন শাকসবজির দাম খুচরা বাজারে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এ সব পণ্যের দাম সামনে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকালে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টারের গেট সংলগ্ন রাস্তায় কাঁচাবাজার করছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সালাম মিয়া। এক কেজি চিচিঙ্গার দাম কতো জানতে চাইলে দোকানি বলেন, বেগুন, পটল ও চিচিঙ্গা যাই নেন একদাম কেজি ৫০ টাকা। এ কথা শুনে সালাম মিয়া দোকানিকে বললেন, মাথা ঠিক আছে তো, দুদিন আগেই না ৩৫/৪০ টাকা কেজি ছিল।
উত্তরে সাইদ নামে ওই দোকানি মাথা নেড়ে বলেন, বন্যার কারণে সরবরাহ কম। তাই আজ কাঁচাবাজারে আগুন দাম। তিনি বলেন, সরবরাহ ঘাটতি সহজে মিটবে না ফলে পণ্যের দাম সামনে আরও বাড়বে।
দৈনিক দেশজনতা /এমএইচ