নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন, কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইনুল হক ও সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক মতিউর রহমান।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, অপহরণ ও চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, একজন পরিবহন ব্যবসায়ী বাদী হয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গত ১৪ জুলাই মামলাটি দায়ের করেন। এরপর ডিবি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব নেয়।
দৈনিকদেশজনতা/এন এইচ