২২শে এপ্রিল, ২০২৫ ইং | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৪৫
ব্রেকিং নিউজ

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

দেশজনতা রিপোর্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী মিতু আক্তারকে (৩০) কুপিয়ে হত্যা করে স্বামী মোশাররফ হোসেন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে জালকুড়ি মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, জালকুড়ি মাঝপাড়া এলাকার আহসান সরদারের ছেলে মোশাররফের সঙ্গে প্রায় ১৫ বছর আগে বরিশালের মিতু আক্তারের বিয়ে হয়। মোশাররফ পেশায় গাড়ি চালক। তাদের ১২ বছর বয়সী এক ছেলে ও ৯ বছর বয়সী মেয়ে রয়েছে। নানা কারণে তাদের মধ্যে কলহ চলছিল।

ভোরে স্বামী-স্ত্রীর বাকবিতাণ্ডার এক পর্যায়ে স্বামী মোশাররফ সন্তানদের ঘর থেকে বের করে দিয়ে মিতুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় বাহির থেকে প্রতিবেশীরা ঘরের দরজা আটকে দেয়। পরে মোশাররফ ঘরের সিলিংয়ের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মোশাররফ মাদকাসক্ত ছিল জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

M/H

প্রকাশ :মে ৯, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ