২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৫

কেজরিওয়ালের আশীর্বাদ চাইলেন কপিল মিশ্র এফআইআর’র আগে

অনলাইন ডেস্ক:

 

এ যেন মহাভারতের একটি দৃশ্যের মঞ্চায়ন! ভীষ্মকে শরবিদ্ধ করার আগের রাতে যেমন ভীষ্মের কাছ থেকে কৌশল জেনে নিয়ে এসেছিলেন, তার আশীর্বাদ নিয়ে এসেছিলেন পঞ্চপাণ্ডব। তেমনি নিজের রাজনৈতিক গুরু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আগে আশীর্বাদ নিলেন কপিল মিশ্র। সিবিআই অফিসে ‘প্রমাণাদি’ পেশ ও এফআইআর দায়ের করার আগে গণমাধ্যমকে বলেন, ‘আমাকে আশীর্বাদ দিন…আমি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করছি।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির।

দিল্লির পানিমন্ত্রী থেকে বরখাস্তের পর কপিল মিশ্র একের পর এক নাটকের জন্ম দিচ্ছেন আর ফাঁস করে দিচ্ছেন আম আদমী পার্টির বিভিন্ন গোপন লেনদেনের কথা। এদিকে কপিল মিশ্র আরো অভিযোগ করেন, তাকে রাজ্যসভার সদস্যপদ থেকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেজরিওয়াল। এ বিষয়ে বলতে গিয়ে মিশ্র বলেন, ‘আপনি আমাকে গণপরিষদ থেকে সরানোর চেষ্টা করছেন। আমার বিপক্ষে নির্বাচনের চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে।’ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি তার বিপক্ষে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মিশ্র। তিনি জানান দিল্লি সিএম এর সব ‘কলাকৌশল’ তিনি জানেন।

এর আগে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে রাজনীতির মঞ্চ আলোকিত করা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছিলেন সদ্য বরখাস্ত হওয়া পানিমন্ত্রী কপিল মিশ্র। আম আদমী পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নাকি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইনের কাছ থেকে দুই কোটি রুপি গ্রহণ করেছেন।

n/h=ddj

প্রকাশ :মে ৯, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ