নিজস্ব প্রতিবেদক:
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গেল হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের বছর যা ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ১৯ পয়সা।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ১৭ জুন বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস (আইডিইবি) ভবনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে প্রতিষ্ঠানটি। রেকর্ড ডেট ৩১ মে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরেও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা ও সর্বনিম্ন ১৩ টাকা ৮০ পয়সা।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩৯ দশমিক ১৮, বোনাস শেয়ার সমন্বযের পর যা ২৬ দশমিক ৮১।