১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

‘মৃত্যু’র ৪২ মিনিট পরে দেহে প্রাণ!

নিজস্ব প্রতিবেদক:

হার্ট অ্যাটাক করে নিজের ল্যাপটপের পাশেই পড়েছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বাসিন্দা জন অগবার্ন। ৯১১ কল যাওয়ার পর দু’জন পুলিশ কর্মকর্তা ছুঁটে এসে ৩৬ বছর বয়সী এই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেন। ততক্ষণে পেরিয়ে গেছে ৪২ মিনিট।

দীর্ঘ এই সময়ে অগবার্নের হৃদপিণ্ড বন্ধ ছিল। চিকিৎসকরাও আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখেন। তারা এক প্রকার আশা ছেড়েই দেন। কিন্তু সবাইকে অবাক করে অলৌকিকভাবে ফিরে আসেন অগবার্ন। চিকিৎসকেরা জানান, প্রায় ৪২ মিনিট পর জন অগবার্নের প্রাণ ফেরে, হৃদপিণ্ড সচল হয়।

মৃত্যুর কাছ থেকে ফিরে আসা তিন সন্তানের এই জনকের আনন্দের যেন শেষ নেই। জীবন ফিরে পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্মীসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অগবার্ন। একই সঙ্গে দ্বিতীয়বার জীবন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না অগবার্ন। তিনি কীভাবে এই সুযোগ পেলেন, তা নিয়ে এখন ভাবছেন।

৯১১ এর কলের জবাব দিয়ে সাহায্যে এগিয়ে এসেছিলেন দুই পুলিশ কর্মকর্তা লরেন্স গিলার ও নিকোলিনা বাজিক। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অগবার্ন। নিজের সেই অবস্থার কথা স্মরণ করে তিনি বিবিসিকে বলেন, ‘এমন অবস্থায় সাধারণত অনেকেই আশা ছেড়ে দেন। কিন্তু তারা (পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকরা) আশা ছেড়ে দেননি। এজন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ।’

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ