১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

মাঝি হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের হরিরামপুরে আব্দুর রাজ্জাক নামে এক মাঝি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান। মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম (রুবেল), রাশেদ মোল্লা ও কার্তিক হাওলাদার।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আব্দুস সালাম। আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন শ্রিপা রানী সাহা। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ আগস্ট মাঝি আব্দুর রাজ্জাকের ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করেন ওই তিন আসামি। এক পর্যায়ে আসামিরা ওই নৌকার মাঝিকে ভাড়া করে পদ্মায় ঘুরতে বের হন। পরে ওই তিন আসামি নৌকার মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হরিরামপুর থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ