১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

ম্যারিকো বাংলাদেশের মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.৭১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৪.১৭ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১.৫৪ টাকা।

এদিকে প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২৩.০৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ৬৫.৮৮ টাকা। যা আগের যথাক্রমে ৭.৩২ টাকা এবং ৫০.১৬ টাকা ছিল।

সূত্র জানায়, ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর আগে কোম্পানিটি ৪৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ২০১৬-১৭ হিসাব বছরে কোম্পানিটি মোট ৫০০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫.৭২ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৫০.১৬ টাকা এবং এনওসিএফপিএস হয়েছে ৬০.৪১ টাকা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ