নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ তৌহিদ (৪০) নামে নৌবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পথে উপজেলার নেভি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে কর্মরত ছিলেন।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সোমবার রাত ১০টার দিকে নৌবাহিনী সদস্য তৌহিদ ঘাঁটি থেকে বের হয়ে নেভি রোড দিয়ে কাছাকাছি এলাকায় তার বাসায় ফিরছিলেন। এ সময় হাতির পাল তাকে পায়ে পিষ্ট করে এবং শুঁড় দিয়ে আছাড় দিলে বনের ভেতর ঢুকে যায়। খবর পেয়ে নৌঘাঁটি থেকে সহকর্মীরা এসে তৌহিদের লাশ উদ্ধার করেন বলে জানান দিলদার হোসেন। তবে নিহত নৌ-সদস্যের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

