১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২১
Close-up. Arrested man handcuffed

যাত্রাবাড়ীতে ডাকাত দলের ১৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে পরিবর্তন ডটকমকে জানান, যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ডিবির জ্যাকেট, হ্যান্ডক্যাপ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মাসুদুর রহমান আরো জানান, আটকরা ডাকতির প্রস্তুতি নিচ্ছিল। বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ