১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৪

ইভটিজিংয়ের দায়ে ত্রিশালে এক বখাটের কারাদন্ড

দৈনিক দেশজনতা ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশালে দশম শ্রেনীর ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলমগীর (২৮) নামে এক বখাটেকে দশ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন এ দন্ডাদেশ দেন।
সূত্র জানায়, রোববার সকালে স্থানীয় আহম্মদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার সময় উপজেলার কানিহারী ইউনিয়নের আকবর আলী সরকারের ছেলে আলমগীরকে (২৮) জনতা হাতে নাতে আটক করে। পরে ত্রিশাল থানা পুলিশ নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ঘটনাস্থলে গিয়ে আসামির স্বীকারোক্তি ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নিয়ে দশ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ইউএনও আবু জাফর রিপন জানান, এই বখাটে দীর্ঘদিন যাবত স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করে আসছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১১:১৯ পূর্বাহ্ণ