দৈনিক দেশজনতা ডেস্ক:
ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ১ কেজি ২৫০ গ্রাম স্বর্ণসহ সেলিম হাওলাদার (৫১) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সেলিম হাওলাদার মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীবাড়ি এলাকার শামছুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর ইঘ-০৫৭৯১৮৯। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক আব্দুস সাদেক পরিবর্তন ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে সেলিম হাওলাদার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে তার জুতার ভেতর থেকে ৫ পিস (১ কেজি ২৫০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করা হয়। গত চার দিনে এ চেকপোস্ট থেকে ৫ কেজি ২৫০ গ্রাম স্বর্ণসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণ বেনাপোল কাস্টমস হাউসে জমা এবং পাচারকারী সেলিম হাওলাদারকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান উপ-পরিচালক।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

