দৈনিক দেশজনতা ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পেটের অসহনীয় ব্যাথা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী এলাকা বিদ্যাবাগীশ গ্রামের মৃত সতীশ চন্দ্র রায়ের ছেলে সুরেশ (৭০) চন্দ্র দীর্ঘদিন যাবত পেটের পীড়া ও কিডনী রোগে ভুগছিলেন। রোববার দুপুরে প্রচন্ড পেটের ব্যাথা উঠলে তিনি পাগল প্রায় হন। এক পর্যায়ে ব্যাথা সহ্য করতে না পেরে তিনি ঘরের ছাদের বাঁশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বজনরা লাশ উদ্ধার করে।
দৈনিকদেশজনতা/ আই সি