১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৭

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারী অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলিল লিখক হুমায়ুন কবির সরকারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার সাখুয়া ইউনিয়ন গন্ডখোলা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে কনিকার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হুমায়ুন কবির সরকারের দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজনকে হুমকি-ধামকীসহ আলামত লোপাট করতে কনিকার ব্যবহৃত মোবাইল ফোনটি কৌশলে নিয়ে যায় অভিযুক্ত কবিরের লোকজন। নারী কেলেঙ্কারীর ঘটনা ক্ষমতার দাপটে টাকা দিয়ে ধামাচাপার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপায় না পেয়ে গত ৯ জুলাই ভুক্তভোগীর বড় ভাই রমজান আলী বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর নারী সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন (মামলা নং- ৭৯/১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, কবিরের বিরুদ্ধে পূর্বেও এ ধরণের অসংখ্য অভিযোগ উঠে কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীরা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। ভুক্তভোগীর বড় বোন নাছিমা আক্তার জানান, কবিরের সাথে প্রেমের সম্পর্ক ছিলো সেটা আমরা মানুষের মুখে শুনে জানতে চাইলে কনিকা স্বীকার করে। কবির তাকে বিয়ে করবে, সেই সঙ্গে জমি ও ১০ লক্ষ টাকা দিবে বলে কনিকাকে প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে এবং তাকে একটি মোবাইল ফোন দেয়। অভিযুক্ত হুমায়ুন কবির জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. গোলাম ইয়াহিয়া বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা এবং এ মোতাবেক ইউনিয়ন পরিষদ থেকে থানা বরাবর একটি কপি প্রেরণ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ