নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল থেকে নাশকতাসহ ২১ মামলার আসামি গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী তাজুল ইসলাম মিলন ওরফে ককটেল মিলন (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। মিলন পলাশবাড়ির পশ্চিম নয়নপুর গ্রামের আজগর আলীর ছেলে। রোববার তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৩ সুত্র জানায়, ২০১৩ সালের শেষদিকে বিএনপি-জামায়াত জোটের অবরোধ চলাকালে রংপুর-বগুড়া মহাসড়কে বাস, ট্রাক ভাংচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, অপহরণসহ তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে পালিয়ে ছিল। আদালত থেকে তার বিরুদ্ধে ১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোতাহার হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তাকে দীর্ঘদিন থেকে খোঁজা হচ্ছিল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

