আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের জম্মু ও কাশ্মীরে প্রায় ৪ হাজার ৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত তীর্থস্থান অমরনাথে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ায় ১৬ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ১৯ জনকে চিকিৎসার জন্য বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে।
জম্মুর রামবান জেলার নাচ নাল্লায় জাতীয় মহাসড়কে রোববার এ দুর্ঘটনা ঘটে। জম্মু থেকে পাহালগামে যাওয়ার পথে বাসটি ছিটকে গড়াগড়ি খেয়ে গভীর খাদে গিয়ে পড়ে।
অমরনাথ যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই বাসে ৪০-৪২ জন তীর্থযাত্রী ছিলেন। পুলিশ ও রামবান জেলা প্রশাসন উদ্ধারাভিযান শুরু করেছে।
কয়েক দিন আগে বাসে অমরনাথে যাওয়ার পথে কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত হন আটজন পুণ্যার্থী। নিহত আটজনের মধ্যে ছয়জন ছিলেন নারী। এ ঘটনায় ১৯ জন আহত হন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে অনলাইন
দৈনিক দেশজনতা /এন আর