১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

পুরস্কার পেলেন কনস্টেবল পারভেজ

নিজস্ব প্রতিবেদক :

অসম সাহসিকতা ও মানসেবার জন্য পুরস্কার পেলেন আলোচিত পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়া। তাকে নগদ ১ লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।

রোববার পুলিশ সদর দপ্তরে পারভেজ মিয়ার হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ছাড়া একটি বেসরকারি কোম্পানির পক্ষ থেকে তাকে একটি মোটরসাইকেলের দেওয়া হয়েছে।

মহতী কাজের জন্য পারভেজ মিয়াকে ধন্যবাদ জানান পুলিশ মহাপরিদর্শক। তিনি জনসেবায় এগিয়ে আসতে অন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. মহসিন হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে চাঁদপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এ সময় কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত কনস্টবল পারভেজ মিয়া জীবন বাজি রেখে বাসের জানালার কাঁচ ভেঙে ২৬ জন যাত্রীর প্রাণ বাঁচান।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৭:৪২ অপরাহ্ণ