১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

ফেদেরারের আরেক রেকর্ড ফাইনালে

স্পোর্টস ডেস্ক:

আরো একবার অপ্রতিরোধ্য হয়ে দেখা দিলেন রজার ফেদেরার। উইম্বলডনের দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে সরাসরি সেটে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪), ৬-৪  গেমে হারিয়ে পৌঁছে গেছেন ফাইনালে। ফলে ১৯তম গ্র্যান্ড স্লাম জয়ের খুব কাছে চলে গেলেন এই সুইচ তারকা। উইম্বলডনে এই নিয়ে ১১ বারের মতো উঠলেন ফাইনালে।ফেদেরার ফাইনালে সঙ্গী হিসেবে পেয়েছেন মারিন চিলিচকে। অন্য সেমিফাইনালে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরিকে ৬-৭ (৬-৮), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৫ সেটে হারিয়েছেন।
এদিন বার্ডিচের সঙ্গে ফেদেরারের লড়াইয়ে প্রথম দুই সেটই মীমাংসা হয় টাইব্রেকারে। তবে প্রথম দুই সেটে লড়াই করলেও তৃতীয় সেটে বার্ডিজকে দাঁড়াতে দেননি ফেদেরার। ৬-৪ ব্যবধানে বার্ডিজকে উড়িয়ে দেন তিনি। এই জয়ের মাধ্যমে দ্বিতীয় প্রবীণতম ব্যক্তি হিসেবে উইম্বলডন ফাইনালে পৌঁছালেন ৩৬ ছুঁই ছুঁই ফেদেরার। ৪৩ বছর আগে ১৯৭৪ সালে কেন রোজওয়াল ৩৯ বছর বয়সে উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে।
রোববার ফেদেরার-চিলিচ ফাইনাল। এই ম্যাচে জিতলে ফেদেরার হবেন উন্মুক্ত যুগে উইম্বলডনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়ন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১১:১২ পূর্বাহ্ণ