১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

প্রধানমন্ত্রীকে রেখে সহায়ক সরকার নয়: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনকালীন কোনো সহায়ক সরকার বিএনপি মানবে না বলে আবারো বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়া জুরালোভাবেই এ অভিমত ব্যক্ত করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
খালেদা জিয়া বৈঠকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে কোনো সহায়ক সরকার হবে না। কারণ লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান অন্তরায় হচ্ছেন প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন সরকারে প্রধান তিনি থাকলে সে নির্বাচন সুষ্ঠু হবে না। সহায়ক সরকারে তিনি থাকতে পারবেন না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ