নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এন এন এম বসিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, এই জামিন আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই। এর আগে গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জাফরুল হাসান এ আদেশ দেন। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
মামলা সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সমাবেশ চলাকালে দ্রুত গতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।
পরে এ ঘটনায় পৃথক সাতটি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলাগুলোর তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।
M/M