২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

এরশাদ মানুষের মাঝে বিভ্রন্তি সৃষ্টি করার জোট করেছে: রিজভী

অনলাইন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদের রাজনৈতিক ভূমিকা হচ্ছে সকালে এক রকম, বিকেলে আরেক রকম। তার রাজনীতিতে দৃঢ়তা ও আদর্শবোধ কিছুই নেই। এটা একটি লোক দেখানো জোট, মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জোট। তিনি তো ক্ষমতাসীনদের সাথেই আছেন। নতুন জোটটি আওয়ামী লীগেরই একটি অংশ।

তিনি আরও বলেন, এটা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারকে যে অবলুপ্ত করা ও নির্বাচনে ভোট দেয়াকে নিরুৎসাহিত করা হচ্ছে সেগুলোকে পুনরুজ্জীবনের জন্যে বিএনপির করা আন্দোলনের সাথে এই জোটের কোন সম্পর্ক নেই। এটা হচ্ছে আওয়ামী জোটেরই একটি বি-টিম।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার হাজিরা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজারে বাসে পেট্রল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় করা মামলার আসামি রুহুল কবির রিজভী।

N/R

প্রকাশ :মে ৮, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ