নিজস্ব প্রতিবেদক:
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ হননি, স্বেচ্ছায় ঢাকা ছেড়েছিলেন। ঘটনার পর থেকে সার্বিক বিষয়ে তদন্ত করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন সরকারকে বিপাকে ফেলতেই ফরহাদ মজহার এ নাটকের সৃষ্টি করেছিলেন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, ফরহাদ মজহারের কললিস্ট চেক করে দেখা গেছে, ঘটনার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১০ বার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এছাড়া অন্য এক নারীর সঙ্গেও ছয় বার কথা বলেছেন। সেই নারীকে মোবাইল ব্যাংকিং ‘রকেটের’ মাধ্যমে ১৫ হাজার টাকাও পাঠিয়েছেন।
ওই নারীর সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে শোনা যায়, ওই নারী ফরহাদ মজহারকে জিজ্ঞাসা করছেন, ‘আপনি নাকি অপহরণ হয়েছেন?’ জবাবে ফরহাদ মজহার বলেন, ‘নাতো, এমন কিছুতো নয়।’
ঘটনা বিষয়ে প্রাপ্ত সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আইজিপি শহীদুল হক মনে করছেন, ফরহাদ মজহার স্বেচ্ছায় ঢাকার বাইরে গিয়েছিলেন। বাসে করেই ঢাকার বাইরে গেছেন বাসে করেই ফিরছিলেন বলেও উল্লেখ করেন।
তাহলে কেন ফরহাদ মজহার এমন ‘নাটক’ করলেন- সাংবাদিকদের করা এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘সরকারকে বিব্রত করতে এবং স্ত্রীর কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নিতে তিনি এমনটা করে থাকতে পারেন।’
দৈনিকদেশজনতা/এন এইচ