২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৯

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ,আহত ১০জন

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে আলম মিয়া(৫৬) নামে চালক নিহত হয়েছে। অপর দিকে ওই বাসে থাকা নারী ও শিশুসহ আহত হয়েছেন ১০জন। বৃহস্পতিবার(১৩ জুলাই) সকাল ৭টার দিকে হাতীবান্ধা উপজেলার ভোটমারী ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বুড়িমারী মহাসড়কের খোকন পরিবহনের চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী খোকনপরিবহনের একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে পৌছলে একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক আলম মিয়া, সহকারী চালক আব্দুল মালেক মিয়াসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চালক আলমকে মৃত ঘোষনা করেন। সহকারী চালক মালেককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়ছে। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ৬:১২ অপরাহ্ণ