২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

চাঁদপুরে ট্রলারে ডাকাতি, শিশু ও নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি। ডাকাতদের হামলায় ট্রলারে থাকা শিশু ও নারীসহ ১০ জন গুরুতর আহত।  চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মেঘনা নদীর ঈদগাহ বাজার থেকে চাঁদপুর আসার পথে মুকুন্দীচর এলাকায় বুধবার রাতে এ ঘটনাটি ঘটেছে। ডাকাত দল যাত্রীদেরকে দেশিয় অস্ত্র ঠেকিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

যাত্রীরা জানান, বুধবার রাত ৮ টা ২০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মেঘনা নদীর ঈদগাহ বাজার থেকে ২২ জন যাত্রী নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুরাণবাজার সংলগ্ন বিপরীত দিকের মুকন্দিচরের কাছে আসলে মুখে কালো কাপড় বাধা ৭/৮ জনের ডাকাতদল একটি স্পিডবোটে করে এসে তাদের ট্রলার থামিয়ে ট্রলারে উঠে মহিলা যাত্রীদের গলায় দেশিয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল সেট ও সবার সাথে থাকা বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় স্পিডবোট যোগে পালিয়ে যায়। এ সময় ডাকাতদলের ভয়ে ২২ যাত্রীর মধ্যে অন্তত ১৬ জন যাত্রী জীবন বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে । এ সময় ডাকাতদের হামলায় ট্রলারে থাকা শিশু ও নারীসহ ৬-৭জন গুরুতর আহত হয়। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ দাস মুঠোফোনে জানান, ‘আমরা ঘটনা শোনার সাথে সাথে এ চক্রের সদস্যদের আটক করতে নদীতে অভিযান পরিচালনা করে যাচ্ছি। আশা করি ধরতে পারবো।প্রসঙ্গত, গত ৯ জুলাই চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছিলেন, ‘নদীতে স্পীডবোট চলাচলে নজরধারী বাড়াতে হবে। এর মাধ্যে কেউ যাতে নদীপথে চোরাচালানী ও চাঁদাবাজি করতে না পারে সেজন্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি স্পীডবোট ব্যতীত কেউ বৈআইনীভাবে তা ব্যবহার করতে যেন না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।’

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ৬:০৬ অপরাহ্ণ