১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

শ্যামলের ঘুষ গ্রহণের মামলাটি এখন বিচারিক আদালতে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলাটি আমলি আদালত থেকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমলি) আফতাব উদ্দিন এই আদেশ দেন।
এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আমলি আদালতে মামলা হয়।
শ্যামল কান্তির আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শ্যামল কান্তি ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। বৃহস্পতিবার আমলি আদালত মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে পাঠিয়েছেন।
এদিকে আজ আদালতে হাজিরা দিয়েছেন শ্যামল কান্তি।
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, পরিবার নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি। আমাকেসহ পরিবারকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। নিরাপত্তার কারণে তিন মেয়েকে এখানে রাখতে পারছেন না। তবে চাকরির কারণে স্বামী-স্ত্রী এখানে আছেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ