১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

হাসপাতাল থেকে শিশু চুরির সময় হাতেনাতে আটক

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান সদর হাসপাতাল থেকে চার বছরের এক শিশুকে চুরি করার সময় স্থানীয়রা এক চোরকে হাতেনাতে আটক করেছে। পরে পুলিশের সোপর্দ করা হয়েছে তাকে। বুধবার গভীর রাতে সদর হাসপাতাল থেকে কৌশলে শিশুটিকে পাচারের জন্য চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ্ জানান, চার বছরের শিশু জান্নাতুল নাইমা অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে শিশুটির মা উম্মে সালমা তার সেবা-শুশ্রূষা করছিল। কিন্তু বুধবার রাতে শিশুটির মার অনুপস্থিতিতে হঠাৎ অপরিচিতি এক ব্যক্তি শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় হাসপাতালে থাকা অন্য রোগী ও স্থানীয়দের সন্দেহ হলে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে রাতেই চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিশুটির মা উম্মে সালমা জানান, রাতে হাসপাতালের বেড থেকে বাথরুমে যাওয়ার পর সুযোগে তার মেয়েকে নিয়ে যায় চোরটি। পরে হাসপাতালের নিচ তলায় হৈ-হুল্লুর শুনে নিচে নেমে দেখেন তার মেয়েকে এক অপরিচিত ব্যক্তি চুরি করে নিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, শিশুটিকে পাচারের উদ্দেশ্যে চুরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে এ ঘটনায় শিশুটির মা উম্মে সালমা বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ৪:১১ অপরাহ্ণ