নিজস্ব প্রতিবেদক:
গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ৬ কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
কাউন্সিলররা হলেন—১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউদ্দিন, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলেক, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া ওরফে হান্নু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম এবং ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফয়সাল আহমেদ সরকার।
আদালতে কাউন্সিলরদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু হানিফ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।
এর আগে ২০১৬ সালের ১৫ এপ্রিল নাশকতার অভিযোগে কাউন্সিলরদের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
এরপর চলতি বছরের গত ১১ জুলাই ৬ কাউন্সিলর গাজীপুরের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। সেই আপিল মঞ্জুর করে ৬ কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
দৈনিক দেশজনতা /এমএইচ