২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩৬

ঘূর্ণিঝড়, কালবৈশাখী ও আকস্মিক বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

মে মাসে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, তীব্র তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি, তীব্র কালবৈশাখী, বজ্রঝড় ও দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা-মাঝারি কালবৈশাখী বজ্রঝড় হতে পারে।

এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র দুই থেকে তিনটি মৃদু-মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দেশের নদ-নদীর পানি সমতল স্বাভাবিক থাকবে। তবে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যা হতে পারে।

মে মাসের কৃষি আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৪.০-৫.০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৫.৫-৭.০ ঘণ্টা থাকতে পারে।

M/M

প্রকাশ :মে ৮, ২০১৭ ৬:০৯ অপরাহ্ণ