১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৪

খালেদা জিয়া শনিবার লন্ডন যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) লন্ডন যাচ্ছেন । বৃহস্পতিবার (১৩ জুলাই) দলটির একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন। বিএনপির একাধিক নেতা তার সঙ্গে যাচ্ছেন বলে জানা গেছে। লন্ডনে তিনি চোখ ও পায়ের চিকিৎসায় প্রায় ৬ সপ্তাহর মতো অবস্থান করবেন । পুরো সময়টা তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার এ সফরে যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে । এছাড়া বিদেশি কূটনীতিকদের সঙ্গে দু’-একটি বৈঠক হতে পরে বলে জানা গেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ