আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে গত শনিবার ইকাইকা এরিক কাং নামের এক মার্কিন সেনাকে আটক করা হয়েছে। মার্কিন এক আদালতের দাবি, আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া এবং সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই মার্কিন সেনা অফিসার প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করত। তার আইনজীবীর দাবি, ‘কাংয়ের মানসিক সমস্যা রয়েছে। মার্কিন সরকার তা জানা সত্ত্বেও বিষয়টিতে গুরুত্ব দেয়নি।’ সম্প্রতি হনলুলুর শোফিল্ড ব্যারাকে কাংকে কাজে পাঠানো হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবি আই সেনা সূত্রে জানতে পারে কাং আশঙ্কাজনক কথাবার্তা বলছে এবং আইএসের সমর্থনেও বক্তব্য শোনা গিয়েছে তার মুখে। গোয়েন্দা সংস্থার দাবি, এ বছরের মার্চ মাসেই কাং বলেছিল, কোন পথে মারাত্মক নির্যাতন করা যায়, তার উপায় খুঁজে বেড়াচ্ছে সে। অরল্যান্ডোর পালস নাইটক্লাবে বন্দুকবাজের হামলার খবর শুনে ওই মাসেই কাং তার এক সহকর্মীর সঙ্গে আলোচনা করেছে, ‘শুটারের যা করার ছিল, তা-ই করেছে। বিশ্বে আমেরিকাই একমাত্র জঙ্গি প্রতিষ্ঠান।’ এর পরে কাংয়ের আরও ‘বিস্ফোরক’ মন্তব্য, ‘হিটলারই ঠিক ছিলেন। উনি ইহুদি নিধনে বিশ্বাস করতেন।’
দৈনিক দেশজনতা / আই এম :