২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৮

পাল্টে গেছে তানোরে গ্রামীণ জনপদের চিত্র

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) নির্বাচনী আসনের সাংসদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধূরীর সদিচ্ছা ও আন্তরিক প্রচষ্টায় গ্রামীণ জনপদের অবকাঠামো এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করায় গ্রামীণ জনপদের দৃশ্যপট চিত্র পাল্টে গেছে।

তানোরের গ্রামীণ জনপদের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ‘কাবিখা’ ও কাজের বিনিময়ে টাকা ‘কাবিটা’, টেস্ট রিলিফ ‘টিআর’ ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি এবং এলজিএসপি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের রাস্তা-ঘাট, সেতু-কালভ্রাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এছাড়াও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ জনপদের বিভিন্ন এলাকায় সেতু নির্মাণ করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত ও দুর্গম পল্লী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যস্থা সহজ করতে সড়ক যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন উন্নয়নে ব্যাপক উন্নয়ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এসব প্রকল্পের কাজ শুরু করায় প্রত্যন্ত ও দুর্গম পল্লীর বাসিন্দাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। গ্রামীণ জনপদের এসব এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে নতুন সেতু-কালভ্রাট নির্মাণ ও সংস্কার না হওয়ায় এসব এলাকার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এসব হাজারো মানুষের দুঃখ লাঘব ও এলাকার অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য এসব এলাকায় সড়কে-নতুন সেতু-কালভ্রাট নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এসব সড়কে নতুন সেতু-কালভ্রাট নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করা হলে মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশপাশি গ্রামীণ জনপদের চিত্র পাল্টে যাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে ২০১৫-২০১৬ অর্থবছরে কাবিখা-কাবিটা ও টিআর মোট ২৩৭টি প্রকল্পের বিপরীতে প্রায় ৫৫১ মেট্রিকট্রন খাদ্যশস্য ‘চাউল’ বরাদ্দ করা হয়েছে এসবের বাজার মূল্য প্রায় এক কেটি ২৬ লাখ ৩৩ হাজার ২৭৯ টাকা, সুফলভোগীর সংখ্যা প্রায় দুই লাখ ৮ হাজার। এছাড়াও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে মোট ৬৪টি প্রকল্পের বিপরীতে প্রায় এক কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এক হাজার ৯৮৭ জন শ্রমিক ৪০ দিন করে কাজ করেছে, সুফলভোগীর সংখ্যা প্রায় দেড় লাখ মানুষ। আবার এলজিএসপি প্রকল্পের ১ম ও ২য় পর্যায় মিলে প্রায় এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে সুবিধাভোগীর সংখ্যা প্রায় দেড় লাখ মানুষ।

অপরদিকে তানোরে বিগত ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ৬টি সেতু-কালভ্রাট নির্মাণ করা হয়েছে। এছাড়াও তানোরে একই মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৬-১৭ অর্থবছরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে আরো ৬টি সেতু-কালভ্রাট নির্মাণ করা হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এসব সেতু-কালভ্রাট নির্মাণ করায় গ্রামীণ জনপদের অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশপাশি এলাকার চিত্র পাল্টে যাবে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ‘পিআইও’ চলতি দায়িত্বে হাসানুজ্জামান বলেন, এমপি মহোদয়ের নির্দেশে কঠোরভাবে সেতুর নির্মাণকাজ দেখভাল করা হয়েছে। তিনি বলেন, এসব সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় প্রত্যন্ত এলাকায় গ্রামীণ জনপদের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ