১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

অবশেষে ঢামেক মর্গ থেকে নেয়া হলো ১০ লাশ

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে থেকে ১০টি বেওয়ারিশ লাশ দাফনের জন্য নিয়ে গেলো আঞ্জুমান মুফিদুল ইসলাম। তবে বৃষ্টিতে কবর খোড়ায় সমস্যা ও কবরস্থানে পানি জমায় সবগুলো লাশ নেয়া সম্ভব হলো না বলে জানান আঞ্জুমান।

মঙ্গলবার দুপুরে আঞ্জুমানের একটি গাড়িতে করে এই ১০টি লাশ নিয়ে যাওয়া হয়। এর আগে গত রোববার শীর্ষনিউজসহ বেশ কটি গণমাধ্যমে ঢামেকের লাশ পচার সংবাদ প্রকাশ হয়। এর পরই আঞ্জুমান মঙ্গলবার ১০টি লাশ নিয়ে গেল।

এসময় আঞ্জুমান মুফিদুল ইসলামের গাড়িচালক শামীম আলী শীর্ষনিউজকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে আজকে ১০টি লাশ নিয়ে যাওয়া হলো। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানের পানি সড়ে গেলে বাকি লাশগুলোও নিয়ে যাওয়া হবে।

ঢামেক মর্গে থাকা এতো লাশের মধ্যে এই অল্প সংখ্যক লাশ আঞ্জুমান নেওয়াও মর্গের কর্মচারীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

ঢামেক মর্গের ইনচার্জ সিকান্দার আলী শীর্ষনিউজকে বলেন, এই ১০টি লাশ নেয়ার পর এখনও ৪৮টি বেওয়ারিশ লাশ মর্গে রয়েছে। যার মধ্যে ৩০টি ঢামেক হাসপাতালে মৃত নবজাতকদের। বাকি ১৮টি অন্যান্য লাশ।

দীর্ঘ দিন ধরে লাশ না নেওয়ায় মর্গে তা পচে দুর্গন্ধ এমন পর্যায়ে পৌঁছেছে যে, অন্য লাশের ময়নাতদন্তও করা কষ্টসাধ্য হয়ে পরেছে। এছাড়া দুর্গন্ধে কেউ মর্গে আসতে পারছে না।

বাকি লাশগুলো যেন তাড়াতাড়ি নেয়া হলে মর্গের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও জানান সিকান্দার।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ