আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গিরা সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে তিন সেনা ও দুই জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী ও প্রহরী দলের সূত্রে একথা জানা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার রাতে ক্যামেরুন সীমান্তবর্তী গওজা শহরের কাছে হামবাগদা গ্রামের বাইরে এই হামলা চালানো হয়। জঙ্গিরা সেনাদের একটি গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায়। মাইদুগুরিতে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘বামাগদা গ্রামে সেনা ও প্রহরীদের গাড়ি বহরে বোকো হারামের আকস্মিক হামলায় আমাদের তিন সেনা নিহত হয়েছে। তবে সেনাদের পাল্টা হামলায় দুই বোকো হারাম সন্ত্রাসীও প্রাণ হারায়। বাকিরা পালিয়ে যায়।’ উল্লেখ্য, ২০০৯ সালে নাইজেরিয়ায় চরমপন্থি ইসলামিক দলটি তৎপরতা শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ২৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
দৈনিক দেশজনতা/ আই সি