১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১১

৪৯৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪৯৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজেরর প্রিভেনটিভ দল প্রথমে ২৮৫ কার্টন ও পরে ২১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

এ ঘটনায় জড়িত তোফায়েল আহমেদ (৩৭) ও নূর আলম (২৭) নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। তোফায়েলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নুর আলমের বাড়ি মুন্সিগঞ্জ সদরে।

বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারি কমিশনার এএইচএম আহসানুল কবির জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে এ সিগারেট জব্দ করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত সিগারেটসমূহ ডানহিল, ব্ল্যাক ও ইজি ব্র্যান্ডের। সিগারেট সমূহ বাংলাদেশ বিমানের এর বিজি০৮৭ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে এবং গালফ এয়ার এর জিএফ ফ্লাইটে দুবাই থেকে আনা হয়েছিল। জব্দ পণ্য ও আটককৃতদের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ