১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

বরিশালে ফেন্সিডিলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর সিএন্ডবি রোড হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৭১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৮ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল ৮টার এই অভিযানে ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ঝালকাঠি জেলার মৃত আল-আমিন তালুকদারের স্ত্রী মারুফা আক্তার (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মো. রুহুল আমিনের মেয়ে রোজী আক্তার রিমি (২১) এবং পশ্চিম ঝালকাঠি জেলার সিরাজুল ইসলামের ছেলে মো. শাহ আলম (৩০)।

র‌্যাব-৮ এর গণমাধ্যমে পা্ঠানো ই-মেইল বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতায় র‌্যাব-৮ এর সহকারী পরিচালক মো. হাজান আলীর নেতৃতে নগরীর সিএন্ডবি রোডে চৌধুরী ভবনের দোতলায় অভিযান চালায়। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করলে ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়।

আটকদের স্বীকারোক্তিতে ওই বাসায় তল্লাশি করে ৭১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ২:৩৭ অপরাহ্ণ