১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

বেনাপোল চেকপোস্ট থেকে ৭টি স্বর্ণের বার আটক

নিজস্ব প্রতিবেদক:

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৭টি স্বর্ণের বারসহ পারভেজ (২৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। বুধবার সকাল ১০টায় চেকপোস্ট পার হওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা চান মাহামুদ খান। আটক পারভেজ নারাণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে। মাহামুদ খান বলেন, চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার আগ মুহূর্তে তার চলাচল দেখে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার জুতার ভেতর থেকে সাতশ’ ২৫ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ২:৪৭ অপরাহ্ণ