নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের অনুচ্ছেদ ৭৭ এবং ১৯৮০ সালের ‘ন্যায়পাল আইনের’ ন্যায়পাল (আইনসভা) নিয়োগে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আইন সচিব, স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার রিট আবেদনটি করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ। পরে ইউনুছ আলী আকন্দ জানান, সরকার সংবিধানের ৭৭ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং ন্যায়পাল আইনের, ১৯৮০ এর ৩ ধারা লঙ্ঘন করেছে। অথচ প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে ন্যায়পাল নিয়োগ দিচ্ছে।
সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইনের দ্বারা যেকোনো মন্ত্রণালয় ন্যায়পাল নিয়োগের মাধ্যমে তার ওপর বিভিন্ন কার্য বিষয়ে তদন্ত পরিচালনার ক্ষমতা প্রদান করলে তিনি তা পালন করবেন। কিন্তু দীর্ঘ ৪৬ বছরেও ন্যায়পাল নিয়োগ না দেওয়ায় সরকারের নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ