৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২০

আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার রাতে মতিঝিল এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই টিমের দাওয়াত শাখার সদস্য।

সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

M/M

প্রকাশ :মে ৮, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ