নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ৯ মে থেকে ভর্তির আবেদন করা যাবে। চলবে ২৬ মে পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। পরে আরো দুই দফায় আবেদন গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে এই নীতিমালা প্রযোজ্য হবে।
নীতিমালায় আরো বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা ১৫০ টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য কলেজপ্রতি ১২০ টাকা ফি দিতে হবে।
একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।