১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ১৫ মে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুনানি আগামী ১৫ মে পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজকের কার্যক্রম মুলতবি চেয়ে বেগম জিয়ার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনের এ দিন ধার্য করেন আদালত।

এর আগে এ মামলায় হাজিরা দিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত কামরুল হোসেন মোল্লার বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া।

জানা গেছে, খালেদার আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মামলার শুনানি মুলতবির জন্য তিন সপ্তাহের আবেদন করেন। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। তখন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও হাইকোর্টে মামলাটির বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদনের কথা আদালতকে জানান।

পরে শুনানি শেষে বিচারক ১৫ মে পর্যন্ত মুলতবির আদেশ দেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

M/M

প্রকাশ :মে ৮, ২০১৭ ৪:৫৩ অপরাহ্ণ