১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে জিজান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ছয়জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাঁকরা গ্রামে বলে জানা গেছে। আহতরা হলেন- কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক জাকির হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (২৫) ভাগিনা সাইফুল ইসলাম নরুপমা (৩০) বাঁকরা গ্রামের খুরশিদ আলম(৩৫), জাবেদ হোসেন (২৫), শাখাওয়াত হোসেন (৪০), শরিফ হোসেন (২৬)। সোহাগ আরো জানান, তারা সবাই একটি গাড়িতে করে রিয়াদ থেকে কাজের উদ্দেশে জিজান যাচ্ছিলেন। পথে স্থানীয় সময় রোববার ভোর ৩টার সময় এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই আল ইয়ানাবী আল দাহাবী কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তারা আল রায়হান স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।

দৈনিকদেশজনতা/ই সি

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৪:৩৬ অপরাহ্ণ